তালিকার শীর্ষে 'ইউনিভার্স বস ক্রিস গেল' তিনি মোট ৫৫৩টি ছক্কা মেরেছেন দ্বিতীয় ব্যাটার হিসাবে এই তালিকায় ৫০০-র গণ্ডি পার করেছেন রোহিত তিনি ৫০২টি ছয় মেরেছেন তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি 'বুম বুম' আফ্রিদি মোট ৪৭৬টি ছয় মেরেছেন আফ্রিদির থেকে বেশ অনেকটা পিছিয়ে ব্রেন্ডন ম্যাকালাম ৩৯৮টি ছয় মেরে তিনি তালিকায় চতুর্থ পঞ্চম স্থানেও রয়েছেনআরেক কিউয়ি মার্টিন গাপ্তিল তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিকে ৩৮৩টি ছয় মেরেছেন