মেষ

সম্পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিন শুরু করা উচিত। পরিশ্রমের কাজে জোর দিতে হবে। তা ভালো ফল লাভে সহায়ক হতে পার। আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি।

বৃষ

অন্যের ক্ষতির কথা চিন্তাও করা যাবে না। কারুর সম্পর্কে নেতিবাচক কিছু না বলাই ভালো। তা আপনার ব্যক্তিত্বের হানি করতে পারে। গ্রহের পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে সবার সঙ্গে লক্ষ্যে পৌঁছতে পারার যোগ।

মিথুন

আজকের দিন খুবই ভালো যেতে পারে। গ্রহের পরিস্থিতি অনুযায়ী, সুফল প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে দায়িত্ব থাকায় চিন্তা । সহকর্মীর কাজের ভারও গ্রহণ করতে হবে। আলসারের সমস্যা ভোগাতে পারে।

কর্কট

আজ মানসিক চাপ থাকতে পারে। কথাবার্থায় তিক্ততা মুশকিলে ফেলতে পারে। সেজন্য মিষ্ট কথাই বলা উচিত। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা। বাড়িতে গুরুজনদের কথা গুরুত্ব সহকারে গ্রহণ করুন।

সিংহ

আজ ব্যক্তিত্বের বিকাশে জোর দিতে হবে। গ্রহের অনুকূল পরিস্থিতি এক্ষেত্রে সহায়ক। অফিসে বসের সান্নিধ্য মিলতে পারে, এতে নতুন কিছু শিখতে সহায়ক হবে। বাবার কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।

কন্যা

আজ কোনও বড় দায়িত্ব মিলতে পারে। তা সম্পন্ন করা লাভজনক হয়ে উঠতে পারে। অফিসে কাজে মনোনিবেশ রাখা জরুরি। বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

তুলা

আজ যে অভিজ্ঞতা অর্জিত হবে, তাতে মন প্রসন্ন হতে পারে। আগে যে ভালো কাজ করেছেন, তার প্রশংসা পেতে পারেন। সমাজে মানসম্মান বাড়তে পারে। অফিসে সহযোগিতা মিলবে। জমি ও সম্পত্তি মামলায় সাফল্য আসতে পারে।

বৃশ্চিক

আজ ভালো ফল পেতে পারেন, এজন্য শুধু লক্ষ্য স্থির রেখে এগোতে হবে। কাজে আরও বেশি তৎপরতা বাড়াতে হবে। মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। বিবাহযোগ্যদের সম্বন্ধ পাকা হতে পারে।

ধনু

পুজোপাঠের মধ্য দিয়ে দিন শুরু করলে ভালো। মনে শান্তির অনুভূতি আসবে। অফিসে কাজের গুণমানে নজর দিন। বিদেশে চাকরির প্রয়াসরতদের সাফল্য আসতে পারে। বাহন সাবধানে চালান। চোট লাগার আশঙ্কা রয়েছে।

মকর

আজ প্রাপ্ত সুবিধার ফল মিলতে পারে। অফিসে উচ্চ পদাধিকারীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। নতুন চাকরির জন্য আবেদনের উপযুক্ত সময়। দাদার আর্থিক লাভের সম্ভাবনা। তাঁর থেকে কিছু উপহার পাওয়া যেতে পারে।

কুম্ভ

নয়া সম্পর্কের সঙ্গে মিলমিশ বাড়ালে তা লাভজনক হতে পারে। ভালো সম্পর্কের অগ্রগতি ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন। চেষ্টা করুন, বাজারে গিয়ে অনাবশ্যক জিনিস কিনে যাতে অর্থহানি না হয়।

মীন

আজ পরিশ্রম ও সক্রিয়তা বাড়াতে হবে। যে কাজ আপনার দ্বারা হয়, তাতে যেন কোনও ভুল না হয়। কেরিয়ারে ফোকাস করা দরকার। এই সময় কোনও পরিশ্রম ভবিষ্যতের উন্নতির পথ উন্মুক্ত করতে পারে।