মেষ রাশি

আজ নেতিবাচক চিন্তাভাবনা করা উচিত নয়। পরিস্থিতি তাড়াতাড়িই বদলের সম্ভাবনা। অফিসের কাজে ক্ষমতাবৃদ্ধি দেখা দিতে পারে। চোখের কোনও রোগ থাকলে সতর্ক থাকুন।

বৃষ রাশি

আজ আত্মবিশ্বাস বাড়তে পারে। সেইসঙ্গে জ্ঞান বৃদ্ধিরও যোগ। অফিসে কথাচালাচালি এড়িয়ে চলতে হবে। নাহলে কেউ আপনার ক্ষতি করার সুযোগ নিতে পারে। কোলেস্টেরলের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে।

মিথুন রাশি

আজ গ্রহের পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব ও কাজের চাপ বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে মানসম্মান প্রাপ্তির যোগ। বন্ধুর সংখ্যা বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো রোগ মাথাচাড়া দিতে পারে। বাড়ি ও বাহন নেওয়ার পরিকল্পনা থাকলে সুসংবাদ আসতে পারে।

কর্কট রাশি

আজ কথাবার্তার সঙ্গে সম্পর্কের সরাসরি যোগ । দিনের শুরুতেই সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। অর্থহানির আশঙ্কাও রয়েছে। তরুণরা কেরিয়ারের ক্ষেত্রে সুখবর পেতে পারেন।

সিংহ রাশি

আজ মনে সংশয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে। অফিসে উচ্চপদাধিকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে হবে। ডায়েবেটিসের রোগীদের খাওয়া-দাওয়া ও দিনচর্যায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।। ছোট ভাই-বোন বা সন্তানকে পথপ্রদর্শন করতে হতে পারে।

কন্যা রাশি

আজ আলস্যের সঙ্গে সংঘর্ষ মনের পুরোপুরি দখল নিতে পারে। অফিসে নিজেকে তুলে ধরার সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যা থাকলে নিয়মিত ওষুধ নিতে ভুলবেন না।সন্তানের গতিবিধিতে নজর রাখতে হবে।

তুলা রাশি

আজ এমন কারুর সঙ্গে দেখা হতে পারে, যে বড়সড় লাভের কথা বলে ভবিষ্যতে হানি করতে পারে। চাকরিজীবীদের আজ সতর্ক থাকতে হবে, কোনও ত্রুটির কারণে অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। মাথা ব্যথা ও ব্লাড প্রেসারের দিকে নজর দিতে হবে।

বৃশ্চিক রাশি

আজ প্রভুর প্রতি ভরসা রেখে ভালো কাজ করা উচিত। সূর্যদেবের আরাধনা করে জলের অর্ঘ্য দান শুরু করা দরকার। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। সেই সঙ্গে বদলির সম্ভাবনাও রয়েছে।

ধনু রাশি

আজ না চাইলেও ক্ষণিক ক্রোধের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে, দ্রুত কাজের ক্ষমতা অন্যদের থেকে আপনাকে আলাদা করতে পারে। অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে সংঘাত কাজে বাধা নিয়ে আসতে পারে।

মকর রাশি

আজ মানসিক দিক থেকে নিজেকে হাল্কা ও উদ্যমে ভরপুর বলে অনুভূত হতে পারে। অফিসে বসের সঙ্গে কোনও বাদবিসম্বাদে চাকরিতে সমস্যার মুখে পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে যান সতর্কতার সঙ্গে চালাতে হবে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই নিয়মকানুন মেনে চলতে হবে।

কুম্ভ রাশি

আজ একদিকে যেমন আধ্যাত্মিক দিকে মন যাবে এবং সেই অনুসারে দুঃস্থদের ভোজন করাতে পারেন। সফটওয়ার কোম্পানিতে কর্মরতদের মনোমতো প্রোজেক্ট মিলতে পারে। আলস্যের কারণে কোনও অবহেলা করবেন না।

মীন রাশি

আজ অন্যদের পরামর্শর পরিবর্তে নিজের সিদ্ধান্তকে গুরুত্ব না দিলে মুশকিলে পড়তে হতে পারে। ম্যানেজমেন্টের সঙ্গে জড়িতদের আজ সক্রিয় থাকতে হবে। সরকারি চাকরির জন্য প্রয়াসরতদের ভালো সুযোগ আসতে পারে।