মেষ- জমি কেনার শুভ সময়।

বৃষ- আইনিকাজে সমস্যা বাড়বে।

মিথুন- রাগের জন্য বিপদের আশঙ্কা।

কর্কট- সপরিবারে ভ্রমণের সুযোগ।

সিংহ- সুগারে ভোগান্তির আশঙ্কা।

কন্যা- কাজের জটিলতা কাটবে।

তুলা- উপার্জন নিয়ে ক্ষোভ থাকবে।

বৃশ্চিক- ভ্রমণে বাধা আসতে পারে।

ধনু- আগুন থেকে সতর্ক থাকুন।

মকর- দরকারি কাজ সেরে রাখুন।

কুম্ভ- আয় ভাল হবে।

মীন- জলপথে বিপদের আশঙ্কা।