টক দই

প্রতিদিন টক দই খেলে হাই ব্লাড প্রেসারের সমস্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক হতে পারে

জানাল গবেষণা

এমনই তথ্য উঠে এল অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার গবেষণায়।প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল ডেয়ারি জার্নালে।

গবেষণার বিষয়

এই গবেষণায় টক দই খাওয়ার সঙ্গে রক্তচাপ ও কার্ডিওভাস্কুলার রোগ সংক্রান্ত ঝুঁকির বিষয়গুলি পরীক্ষা করে দেখা হয়েছিল

উঠে এল যে ফল

গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের হাইপারটেনশন রয়েছে, তাঁদের লোয়ার ব্লাড প্রেসারের সঙ্গে সম্পর্কিত টক দই।

উচ্চ রক্তচাপে ঝুঁকি

সারা বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) সংক্রান্ত অসুস্থতায় আক্রান্ত।ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগের (সিভিডি) ঝুঁকি বেশি থাকে।

কী বলছেন গবেষক

বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আলেকজান্দ্রা ওয়েড বলেছেন যে, হাইরপারটেনশনের রোগীদের টক দইয়ের ইতিবাচক ব্লাড প্রেসারের সঙ্গে যুক্ত।

আরও গবেষণা চলবে

ওয়েড বলেছেন, হাই ব্লাড প্রেসার কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকির কারণ। তাই এর প্রাবল্য হ্রাস ও নিয়ন্ত্রণের পন্থা খুঁজে বের করার কাজ চালিয়ে যাওয়া হবে।

কারণ

ওয়েড বলেছেন, দুগ্ধজাত পণ্য, বিশেষ করে, টক দই রক্তচাপ হ্রাসে সহায়ক হতে পারে। দুগ্ধজাত খাদ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো মাইক্রোনিউট্রেন্টস থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পর্কিত

টক দই

ওয়েড বলেছেন, টক দইয়ের ব্যাপারটি বিশেষ করে উল্লেখযোগ্য। কারণ, এতে এমন ব্যাকটেরিয়া থাকে যা রক্তচাপ হ্রাসে সহায়ক প্রোটিন নির্গমন বৃদ্ধি করে।