রাস্তা পরিষ্কার করতে না করতেই, আবার ধস নামল পাহাড়ে
শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন
অতিবৃষ্টির ধাক্কায় সোমবার রাত থেকে পাহাড়ের পরিস্থিতি ঘোরালো হয়
কালিম্পঙের বিরিক দারায় ধস নামায় বুধবার বিকেল পর্যন্ত বন্ধ ছিল ১০ নম্বর জাতীয় সড়ক
গতকাল রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে
রাস্তা পরিষ্কার করে যান চলাচল শুরু হলেও, বুধবার রাতে ফের ধস নামে বিরিক দারায়
শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ
তার ফলে আবার শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন
শিলিগুড়ির মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বালাসন নদীর সেতুর ৩ নম্বর পিলার বসে যাওয়ায় বন্ধ যান চলাচল
প্রায় ৪০ কিলোমিটার ঘুরে, আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি আসতে হচ্ছে পর্যটকদের
পুজোয় পাহাড়ে বেড়াতে এসে বিপাকে পড়েছেন কয়েকশো পর্যটক