জোরকদমে শেষ পর্যায়ের কাজ চলছে হাওড়া মেট্রো স্টেশনে। আগামী মাস ছয়েকের মধ্যে ইস্ট-ওয়েস্টের হাওড়া মেট্রো স্টেশনে পরিষেবা শুরুতে তৎপর রেল। মাটির ৩৩ মিটার নিচে হওয়া স্টেশনে হতে চলেছে দেশের গভীরতম মেট্রো স্টেশন। চারতলা স্টেশনে ৫২ টি সিঁড়ির পাশাপাশি তৈরি হচ্ছে ২৬ টি এসকেলেটর ও ৭ টি লিফট। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, দৈনিক ৬ লক্ষ যাত্রী হতে পারে হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া স্টেশনের আদল মাথায় রেখে তৈরি করা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনটি। এই মুহূর্তে জারি রয়েছে ট্রায়াল রান। ঝাঁ চকচকে মেট্রো স্টেশনে থাকছে আভিজাত্যের ছোঁয়া। দেশে মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো সফরের অপেক্ষা। স্টেশনে তৈরি হচ্ছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। অর্থাৎ ভিড় সামলাতে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালেই দুদিকে খুলে যাবে দরজা। লাল টেরাকোটা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে গেটের একাংশ। আপাতত অধীর অপেক্ষা পরিষেবা চালুর।