ধনতেরাস-দীপাবলিতে সোনা কিনছেন? রবিবার হল সবথেকে শুভক্ষণ ।

মানুষের বিশ্বাস, ধনতেরসে সোনা কিনলে তা ১৩ গুণে বৃদ্ধি পায়।

সোনা এখন মহামূল্যবান। তাই সোনা কিনতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে।

নগদ অর্থ প্রদানের পরিবর্তে ক্রেডিট, ডেবিট বা UPI এর মাধ্যমে দাম দেওয়ার করার চেষ্টা করুন।

সোনা কেনার পর অবশ্যই বিল নেবেন। সঙ্গে ওয়ারেন্টি কার্ডও।

সোনার মান যাতে ভাল হয় তা দেখে নিন। তাই নামি দোকান থেকে প্রামাণ্য নথি সহ সোনা কিনুন

ভালোভাবে বিল পরীক্ষা করে নিন। অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে না তো কোনওভাবে ?

সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক চেক করুন। এটা স্বর্ণের বিশুদ্ধতার প্রমাণ।

আগেই দেখে নিতে হবে, কোন সোনা আপনি কিনবেন। দাম কিন্তু আলাদা আলাদা।

দেখে নিন, 24K, 22K বা 18K সোনার আজকের দাম কত।