সামনেই ধনতেরস বা ধন ত্রয়োদশী৷

ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা৷

মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উত্সব ধনতেরস। কিন্তু এখন সর্বজনীন৷

বারো মাসে তের পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরস।

‘এই দিনে সোনা-রুপো কিনলে লক্ষ্মীলাভ’
বিশ্বাস সাধারণ মানুষের

ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি।

বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত৷

শুভক্ষণে এক টুকরো সোনা বা চাঁদি না কিনলেই নয়৷ তাছাড়া সোনা তো এখন ইনভেস্টমেন্টের জায়গাও!

সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী।

সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী।

লক্ষ্মীকে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত হয় স্বর্গ।

লক্ষ্মীকে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত হয় স্বর্গ।