উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ
২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছিলেন
ডিম্পল জানিয়েছেন, স্বামী অখিলেশের কোন গুণগুলি তাঁর খুব পছন্দের।
ডিম্পল বলেছেন, অখিলেশ খুবই ভদ্র স্বভাবের। এটাই স্বামীর সবচেয়ে ভালো গুণ বলে জানিয়েছেন ডিম্পল
বাড়িতে কখনও রাগ দেখান না অখিলেশ। ডিম্পল জানিয়েছেন, খুব কম সময়েই রেগে যান অখিলেশ
অখিলেশ নিজের ফিটনেস নিয়েও খুব সচেতন। ডিম্পল বলেছেন, অখিলেশ প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করেন। আর খেলাধূলো নিয়ে খুবই উৎসাহী।
ডিম্পল জানিয়েছেন, অখিলেশ বেশিরভাগ নিজের কাজ নিজেই করেন। নিজের কাজের জন্য অন্যের ওপর নির্ভর করেন না তাঁর স্বামী
অখিলেশ ও ডিম্পলের তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের নাম অদিতি ও টিনা। ছেলের নাম অর্জুন।
অখিলেশ ও ডিম্পল পরস্পরের প্রেমে পড়েছিলেন। সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। দুই পরিবারের সহমতের ভিত্তিতে ১৯৯৯-তে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
স্বামীর হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন ডিম্পল। এখন সংসারের পাশাপাশি রাজনীতিতেও স্বামীর পাশে থাকেন ডিম্পল