রঙের দিনে প্রেমের রঙ মাখলেন সঙ্গীত-সঞ্চারী। টলিউডের অন্যতম চর্চিত এই জুটি একে অপরের সঙ্গেই মাতলেন হোলি খেলায় ছবিতে স্পষ্ট সঙ্গীত সঞ্চারীর রসায়ন। দোলের জন্য দুজনেই বেছে নিয়েছিলেন সাদা পোশাক। সানগ্লাসে চোখ ঢাকলেও খুশিতে উজ্জ্বল জুটির মুখ। নিজেদের আবাসনেই দোল উদযাপন করেন সঙ্গীত সঞ্চারী। 'গাঁটছড়া'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সঞ্চারী পরিচালক হিসাবে বিভিন্ন প্রোজেক্টে কাজ করছেন সঙ্গীতও। সবসময় রঙিন থাকুক এই জুটির ভালোবাসা