আজ বীরভূম জেলায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে
হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি জানান, “ আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ৯ লাখ ২৫ হাজার মা বোনেরা পায়। “



বলেন, “অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে। নানা রকম রেস্ট্রিকশন রয়েছে।”



“বাড়িতে স্কুটি থাকলে হবে না। পাকা বাড়ি হলে হবে না। ফোন থাকলে হবে না। একজন পায় সেখানে।”



মুখ্যমন্ত্রী বলেন, “ আমাদের এখানে সবাই পায়। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। আমরা যেটা বলি, সেটা করি।”



মুখ্যমন্ত্রীর ঘোষণা, “ ২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন।”



“আমরা বলেছিলাম, ভোটের আগের লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি।”



কিছুদিন আগে গত ২২ জুলাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কবে থেকে এবছরের দুয়ারে সরকারের বাকি পরিষেবার কাজ শুরু করা হবে।



লক্ষ্মীর ভাণ্ডার সহ দুয়ারে সরকারের অন্য পরিষেবা নিয়ে জানান, ‘৯০ শতাংশ কাজ সম্পূর্ণ, ১০ শতাংশ পড়ে রয়েছে।’



তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্য পরিষেবায় যাঁরা আবেদন করেছেন ডিসেম্বর মাস থেকে শুরু করা হবে।



ওইদিনই সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।