RG কর কাণ্ডে উত্তাল দেশ। আগে মেয়ের আসল অপরাধী শাস্তি পাক , তারপর সরকারি সাহায্য নেব, বিস্ফোরক নির্যাতিতার মা।



শুক্রবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নির্যাতিতা ডাক্তারের মায়ের মুখে শোনা গেল কিছু বিস্ফোরক তথ্য।



মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বললেন, দেরি হয়ে যাচ্ছিল। ব্যাপারটা আমাদের ভাল লাগছিল না। আমি তো মা।



হাসপাতাল থেকে একজন ফোন করে বলেন, আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ। কারণ জানতে বলেন, আমি কি ডাক্তার, কী করে বলব।



পরে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন, আপনার মেয়ে সুইসাইড করেছে।



সেদিন নির্যাতিতার বাবা- মাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হয় চেষ্ট মেডিসিন বিভাগে।



মায়ের অভিযোগ, সেদিন ভাঙার চেষ্টা করা হয়েছিল নির্যাতিতার গাড়িও।



মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছিল। তখন পুলিশের পা পর্যন্ত ধরেন নির্যাতিতার মা।



বলেন, 'পুলিশের পায়ে ধরেছি একবার দেখতে দাও, আর ওরা তখন বলছে তদন্ত চলছে। '



নির্যাতিতার মা মনে করেন, এই যে সেমিনার হলের নিকটবর্তী ঘর ভাঙাচোরা করা হচ্ছিল, তাঁর মনে হয়েছে, এটা প্রমাণ লোপাটের কাজ।