মা দুর্গার বোধন হয় ষষ্ঠীতে। কিন্তু এই 'বোধন'-এর শুরু মহালয়ায়।

মুক্তি পেল সন্দীপ্তা সেন, চান্দ্রেয়ী ঘোষ ও দিতিপ্রিয়া রায়, অভিনীত নতুন ওয়েব সিরিজ 'বোধন'-এর টিজার

এই গল্পে সন্দীপ্তার চরিত্র একজন কলেজ শিক্ষিকার। আর দিতিপ্রিয়া সেই কলেজেরই এক ছাত্রী

ঘটনাচক্রে ধর্ষিতার হন দিতিপ্রিয়ার চরিত্র। আর সেই কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান সন্দীপ্তা

সহজ ছিল না সেই পথ। কলেজ থেকে শুরু করে সমাজ, বারে বারে বাধা আসে দিতিপ্রিয়া ও সন্দীপ্তা জীবনে।

'বোধন' সম্পর্কে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্পটা শুনেই আমার মনে হয়েছিল, সিরিজটির অংশ হতে পারলে দারুণ হয়'

লড়াইয়ে তাঁরা পাশে পান চান্দ্রেয়ীকে। তাঁর চরিত্র একজন আইনজীবীর। আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

বোধন কেবলমাত্র একটা গল্প নয়, বরং সমাজের একটা কড়া সত্যিতে তুলে ধরবে এই সিরিজ

দিতিপ্রিয়া বললেন, 'এই সিরিজে অভিনয় করার আরও একটি আকর্ষণ হল সন্দীপ্তা দি'