বাড়িতে তুলসী লাগিয়ে প্রতিদিন জল দেওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে।



প্রতিদিনই তুলসী গাছে জল দেওয়া কি ঠিক? অনেক বিশেষজ্ঞ বলছেন, তা ঠিক নয়।



বাস্তু অনুযায়ী, তুলসী গাছ রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল পূর্ব দিক



বাড়িতে বিজোড় সংখ্যায় তুলসী গাছ রাখুন।



তুলসী গাছে জল দিন, তবে একাদশী বা রবিবার নয় !



রবিবার বা একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে নানান সমস্যা।



একাদশীতে দেবী তুলসী উপোস করেন, এদিন জল দিলে তাঁর উপবাস ভেঙে যায়।



আপনি যদি রবিবারে তুলসী গাছে জল নিবেদন করেন, তাহলেও তা মঙ্গলকর নয়।



নেতিবাচক শক্তি আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে।



কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হতে পারেন।