আবাসিক মহিলা ও কচিকাঁচাদের হাতে রূপ পাচ্ছে পশ্চিম কলকাতার এই মণ্ডপ
মণ্ডপশিল্পী আবাসিক মহিলা ও কচিকাঁচারাই
থিম , আমাদের হাতে দশভূজা।
আবাসিকদের কাজে ব্যস্ততার ঘাটতে নেই।
কোনওটিতে দুর্গা, কোনওটিতে গণেশ, কোনওটিতে সিংহ, কোনওটিতে গজরাজ।
সেগুলিই মাস কয়েক ধরে জোগাড় করেছেন আবাসিকরা।
পটচিত্রের উপর রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন আবাসিকরা শিল্পী প্রিয়ঙ্কা জানা, পুতুল চিত্রকরের থেকে কাজ শিখেছেন তাঁরা। মন দিয়েছেন ডিটেলিং-এ।
কাজ শিখেছেন তাঁরা। মন দিয়েছেন ডিটেলিং-এ।
রং-তুলি নিয়ে এখন এক অন্য জগতে ব্যস্ত আছেন আবাসিকরা
তাঁদের হাতেই সেজে উঠবে দেবী মণ্ডপ।