১ টন অষ্টধাতু ব্যবহার করে তৈরি দুর্গা প্রতিমা।

এত ভারী, যে ক্রেনে করে প্রতিমা নিয়ে আসা হল মণ্ডপে।

মূর্তির আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।

শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনে অষ্টধাতুর দুর্গাপ্রতিমা আনা হল।

শুধু পুজোর কদিন নয়, এই অষ্টধাতুর দুর্গাপ্রতিমার নিত্যপুজো হবে।

ছোটদের সাজানো হয় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর রূপে।

প্রতিমা আনার সময় রীতিমতো উত্‍সবের চেহারা ছিল পাড়ায়।

মহালয়ার দিনই মূর্তি প্রতিষ্ঠা করে শুরু হবে নিত্যপুজো।

দুর্গাপুজোয় অভিনব চমক ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ঢাক ঢোল, কাঁসর, নাচে মাকে বরণ।

ঘরের মেয়ের আগমনে পুজোর অনেক আগেই পুজোর মেজাজ শোভাবাজারে।