মুখ্যমন্ত্রীর আদলে দুর্গা যা দেখে রীতিমতো চমক লেগেছে বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো এই প্রতিমার প্রতিটি হাতে সরকারের এক একটি প্রকল্প দুর্গামূর্তি হুবহু মমতার আদলে কাজ হচ্ছে ফাইবারে প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল বিশ্ববাংলার লোগোকে চালচিত্র দশটি হাতে উঠে আসবে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা দেবী দুর্গার ১০ হাতে লক্ষী ভান্ডার এই মূর্তি তৈরির খরচ হচ্ছে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা