বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের রাজপথে বামেরা।

ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। মহানগরে আজ লাল মিছিল।

সম্মুখে বামেদের তরুণ তুর্কিরা। আনিসের কাট আউট, মুখোশে হাঁটল একাধিক মিছিল।

আনিস খানের মৃত্যু, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের রাজপথে বামেরা।

DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিলের অন্যতম মুখ।

উপচে পড়া ভিড় নজরে পড়ে শিয়ালদা , হাওড়া স্টেশনে। জেলা জেলা আসেন সমর্থকরা।

বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

তিনি বলেন, ‘RSS কে নিয়ে আসতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। '

সেলিমের হুঙ্কার , ‘বাংলায় লুঠেরাদের জায়গা নেই।

বাম ছাত্র-যুবদের আজ স্লোগান, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা।