অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

বেঙ্গালুরুকে হারাল লাল হলুদ

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই ছিল

কিরিয়াকুর দূরপাল্লার শট বাদে ইস্টবেঙ্গল তেমন সুযোগ তৈরি করতে পারেনি

দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণ বড় সুযোগ নষ্ট করেন

ক্লেটন সিলভা ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন

ইভান গঞ্জালেস শেষের দিকে এক দারুণ ব্লক করে কৃষ্ণকে রুখে দেন

১-০ গোলেই জয় পায় লাল হলুদ

ম্যাচ জিতে লিগ তালিকায় আটে উঠে এল ইস্টবেঙ্গল

এটি জেরির শততম আইএসএল ম্যাচ ছিল