যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল

আইএসএলে প্রথমবার ঘরের মাঠে খেলে ইস্টবেঙ্গল

তবে ব্র্যান্ডনের গোলে সাত মিনিটেই পিছিয়ে পড়ে লাল হলুদ

প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধে সুহেরকে ধীরজ ফাউল করায় পেনাল্টি পায় লাল হলুদ

ক্লেইটন সিলভা গোল করতে কোনওরকম ভুল করেননি

তবে ৯৪ মিনিটে এডু বেদিয়ার ফ্রি-কিক থেকে ফের পিছিয়ে যায় ইস্টবেঙ্গল

শেষমেশ ২-১ গোলে ম্যাচ জেতে এফসি গোয়া

হতাশ হয়েই মাঠ ছাড়তে বাধ্য হন ইস্টবেঙ্গল সমর্থকরা

ম্যাচ হারলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে আশার আলো দেখছেন লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইন