প্রেমানন্দ মহারাজের বাণী উপদেশ জীবনে সঠিক দিশা দেখায়।

Image Source: ABP News

তার কথায় জীবনের ভাল-মন্দের বিচারবোধ জন্মে।

Image Source: ABP News

প্রেমানন্দ মহারাজ বলেন, কোন কোন অভ্যাস মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়।

Image Source: ABP News

তিনি বলেন, যারা নিজের প্রশংসা নিজেরাই করেন তাদের পুণ্য নষ্ট হয়।

Image Source: ABP News

অল্প অপমানেই ক্রুদ্ধ হওয়া নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

Image Source: ABP News

যাদের সহায়তা প্রয়োজন তাদের পাশে না দাঁড়ানোয় বিনষ্ট হয় জীবন।

Image Source: ABP News

অসহায়দের ক্ষতি করার অভ্যাস থাকলে আপনার জীবন ধ্বংস হবে।

Image Source: ABP News

অন্যদের ক্ষতি করার ইচ্ছে মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়।

Image Source: ABP News