৭ দফায় হবে লোকসভা নির্বাচন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

কিন্তু ভোট দেওয়ার সময় আঙুলে যে কালি লাগানো হয় তা কোথা থেকে আসে জানেন এই কালির দাম কত?

১৯৬২ সালের লোকসভা নির্বাচনে স্বচ্ছতার জন্য আঙুলে কালি লাগানো হয়েছিল এখন পর্যন্ত শুধুমাত্র একটি কোম্পানি নির্বাচনে ব্যবহৃত এই কালি তৈরি করছে

এই কোম্পানির নাম মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড MPVL-এর ভিত্তি স্থাপন করেছিলেন নলওয়াদি কৃষ্ণ রাজা ওয়াদিয়ার

প্রথমে এই কোম্পানির নাম ছিল মহীশূর লক ফ্যাক্টরি স্বাধীনতার পর এর নামকরণ করা হয় মাইসোর লক অ্যান্ড পেইন্টস লিমিটেড

৭০ এর দশক থেকে আজ পর্যন্ত, শুধুমাত্র এই কোম্পানিকে নির্বাচনে ব্যবহৃত কালি তৈরির অনুমতি দেওয়া হয়েছে

কালির সূত্রটিও গোপনীয়, এই কালি শুধু ভারতে নয় বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করে ১ লিটারের দাম প্রায় ১২,৭০০ টাকা, এক ড্রপের দাম হবে প্রায় ১২.৭টাকা