পশ্চিমি পোশাক নয়, মেট গালার রেড কার্পেটে আলিয়া ভট্ট তাক লাগালেন মহামূল্য ফুলেল শাড়িতে। 'দ্য গার্ডেন অফ টাইম' থিমের সব্যসাচী মুখোপাধ্যায়ের বানানো একটি শাড়ি পরেছিলেন আলিয়া বাঙালি পোশাকশিল্পীর তৈরি এই সাজে ছিল কী কী বিশেষত্ব? দেখে নেওয়া যাক। আলিয়ার শাড়ির আঁচল ছিল ২৩ ফুট লম্বা। লোটানো সেই আঁচলে ছিল ভরাট কাজ। শোনা যাচ্ছে, আলিয়ার গোটা এই শাড়িটা তৈরি করতে সময় লেগেছিল মোট ১৯৫৬ ঘণ্টা। মোট ১৬৩ জন মানুষ মিলে তৈরি করেছেন এই শাড়ি আর তার ওপরের ভরাট কাজ। আলিয়ার সাজে নজর কেড়েছে সব্যসাচীর কালেকশনের আনকাট হীরের হেডসেট। নিজের সংস্কৃতিকে রেড কার্পেটে তুলে ধরতে আলিয়ার মনে হয়েছিল শাড়ির থেকে ভাল পোশাক আর কিছু হতেই পারে না ন্যুড মেকআপে আলিয়ার গয়না আর শাড়িই নজর কাড়ছিল। প্রশংসার বন্যায় ভাসছেন আলিয়া। আলিয়াকে এদিন শাড়ি পরিয়েছিলেন তারকা ড্রেপার ডলি জৈন