সম্প্রতি সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে চর্চায় রয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর।

Published by: ABP Ananda
Image Source: Insta/saratendulkar

আর আজ সারা তেন্ডুলকরের পোস্ট আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে সিদ্ধান্তের সঙ্গে তাঁর সম্পর্কের

Image Source: Insta/saratendulkar

একটা সময় শোনা যাচ্ছিল, 'গেহরাইয়াঁ' অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেম করছেন সারা তেন্ডুলকর।

Image Source: Insta/saratendulkar

কিন্তু সদ্য শোনা যাচ্ছে, এই সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। বিচ্ছেদ হয়েছে সারা ও সিদ্ধান্তের।

Image Source: Insta/saratendulkar

সদ্য সারা তেন্ডুলকর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন

Image Source: Insta/saratendulkar

ভিডিও দেখে মনে হচ্ছে, সারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছেন।

Image Source: Insta/saratendulkar

পথে বৃষ্টি হচ্ছে আর গোটা ক্যামেরা জুড়েই সেই বৃষ্টির ছাঁট।

Image Source: Insta/saratendulkar

ভিডিওটির সঙ্গে একটি দুঃখের গান শেয়ার করে নিয়েছেন সারা তেন্ডুলকর।

Image Source: Insta/saratendulkar

শোনা যায়, একে অপরের পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন সারা ও সিদ্ধান্ত।

Image Source: Insta/saratendulkar

তবে কখনও প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি সারা ও সিদ্ধান্ত।

Image Source: Insta/saratendulkar