তাঁর বয়স ৪৪, নিজেকে নায়িকাসুলভ রাখার জন্য যোগাসন আর ডায়েটেই ভরসা রাখেন করিনা কপূর খান। তবে জানেন কি, ৪৪ বছরে কখনও বোটক্স করাননি করিনা কপূর খান। এতে নাকি তাঁর বিশ্বাস নেই। করিনা জানিয়েছেন, তাঁর স্বামী, সইফ আলি খান নাকি পছন্দ করেন না যে করিনা বোটক্স করান। করিনার বয়স ৪৪ বছর, তবে তিনি নাকি কখনোই নিজের বয়স লুকোতে চান না। এ নিয়ে বেশ খোলামেলা তিনি। করিনা বলেন, তিনি পর্দার জন্য এমন চরিত্র বাছেন , যাতে তাঁর বয়স বোঝা যায়। করিনা বলেন, 'আমার স্বামী আমায় এভাবেই দেখতে পছন্দ করেন। এভাবেই আমি ওর কাছে আকর্ষণীয়।' করিনা বলেছেন, সইফ একেবারেই পছন্দ করেন না যে তিনি কোনওরকম আরোপিত জিনিস করান তিনি করিনা নিজের ত্বক টান টান রাখতে ভরসা রাখেন ঘরোয়া ডায়েট আর যোগাতেই। করিনা হামেশাই মেকআপহীন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কখনোই তিনি তাঁর বয়স নিয়ে ভাবিত নন। করিনা ঘরোয়া ডায়েটই করেন, কী খাচ্ছেন তার থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ সময় মেনে খাওয়া।