ফের ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডে। প্রাণহাতে গভীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিক।

বাংলার ৩ শ্রমিকও রয়েছেন যেখানে। জোরকদমে চলছে উদ্ধারকাজও। ঠিক কী হয়েছিল সেখানে ?

সিল্কয়ারা থেকে বারকোট রাস্তার কাজ চলাকালীন সুড়ঙ্গে ধস নামে।

৪৭৭ মিটার খনন কাজ বাকি থাকতে থাকতেই, ধস নামে সিল্কয়ারার দিকে।

ধসের জেরে প্রায় ৬০ মিটার জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধসে যাওয়া সেই অংশের মধ্যে দিয়েই বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে মাইক্রো টানেল।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৫ মিটার পর্যন্ত বড় পাইপ ঢোকানো সম্ভব হয়েছে। বাকি আর কিছুটা।

সিল্কয়ারার দিক থেকেই দুটি পাইপে অক্সিজেন এবং খাবার সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের।

উত্তরকাশীতে সুড়ঙ্গে ধস নেমেছিল ২০১৯ সালেও। সেবারে অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এবারের ধসে অনেকে আটকে থাকায় প্রশ্ন উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে।

উত্তরাখণ্ডে চারধাম মহামার্গ প্রকল্পের আওতায় ব্রহ্মকমল-যমুনেত্রী জাতীয় সড়কের ওপরে তৈরি হচ্ছে সিল্কয়ারা টানেল।

যে টানেল সিল্কয়ারার সঙ্গে জুড়ে দেবে যমুনেত্রীকে। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়।