ফের ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডে। প্রাণহাতে গভীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিক।

ফের ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডে। প্রাণহাতে গভীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিক।

ABP Ananda
বাংলার ৩ শ্রমিকও রয়েছেন যেখানে। জোরকদমে চলছে উদ্ধারকাজও। ঠিক কী হয়েছিল সেখানে ?

বাংলার ৩ শ্রমিকও রয়েছেন যেখানে। জোরকদমে চলছে উদ্ধারকাজও। ঠিক কী হয়েছিল সেখানে ?

ABP Ananda
সিল্কয়ারা থেকে বারকোট রাস্তার কাজ চলাকালীন সুড়ঙ্গে ধস নামে।

সিল্কয়ারা থেকে বারকোট রাস্তার কাজ চলাকালীন সুড়ঙ্গে ধস নামে।

ABP Ananda
৪৭৭ মিটার খনন কাজ বাকি থাকতে থাকতেই, ধস নামে সিল্কয়ারার দিকে।

৪৭৭ মিটার খনন কাজ বাকি থাকতে থাকতেই, ধস নামে সিল্কয়ারার দিকে।

ABP Ananda

ধসের জেরে প্রায় ৬০ মিটার জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধসে যাওয়া সেই অংশের মধ্যে দিয়েই বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে মাইক্রো টানেল।

ABP Ananda

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৫ মিটার পর্যন্ত বড় পাইপ ঢোকানো সম্ভব হয়েছে। বাকি আর কিছুটা।

ABP Ananda

সিল্কয়ারার দিক থেকেই দুটি পাইপে অক্সিজেন এবং খাবার সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের।

ABP Ananda

উত্তরকাশীতে সুড়ঙ্গে ধস নেমেছিল ২০১৯ সালেও। সেবারে অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এবারের ধসে অনেকে আটকে থাকায় প্রশ্ন উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে।

ABP Ananda

উত্তরাখণ্ডে চারধাম মহামার্গ প্রকল্পের আওতায় ব্রহ্মকমল-যমুনেত্রী জাতীয় সড়কের ওপরে তৈরি হচ্ছে সিল্কয়ারা টানেল।

ABP Ananda

যে টানেল সিল্কয়ারার সঙ্গে জুড়ে দেবে যমুনেত্রীকে। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়।

ABP Ananda