আশঙ্কাই সত্যি হল। বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির।

গোড়ালির চোটের জেরে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার।

সেলেকাওদের টিম ডক্টর জানিয়েছেন, গোড়ালির চোটের জেরে বিশ্বকাপের পরের দুই ম্যাচে নেই নেইমার।

স্যুইৎজারল্যান্ড ও ক্যামারুনের বিরুদ্ধে ব্রাজিলের পরের দুই ম্যাচ।

সার্বিয়া ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার (Neymar)।

কড়া ট্যাকেলের জেরে তাঁর ডান পায়ের গোড়ালি বেশ ফুলে রয়েছে।

সার্বিয়া ম্যাচে মাঠ থেকে উঠে গিয়ে নেইমার যে যন্ত্রণায় রয়েছেন, সেটা বেশ বোঝা যাচ্ছিল।

বিশ্বকাপের মঞ্চে নেইমারের আঘাতের খতিয়ান বেশ চিন্তাজনক।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল তাঁর।

যার পরই সেমিফাইনালের মঞ্চে ঘরের মাঠে জার্মানির বিরুদ্ধে সেই ১-৭ গোলের লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল ব্রাজিলকে।

Thanks for Reading. UP NEXT

কলকাতায় বিশ্বকাপ জ্বর, ফুটবলের মাধ্যমে ডেঙ্গি সচেতনতার বার্তা

View next story