‘অপরাজিতা’

‘অপরাজিতা’ একটি মেয়ে ও তার বাবার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের গল্প।

ইগোর লড়াই

এক ছাদের তলাতে থাকা সত্ত্বেও বাবা-মেয়ের সঙ্গে চলে ইগোর লড়াই

সংযোগের সেতু

মেয়ে-বাবার একে অপরের সঙ্গে কথাবার্তা নেই।শুধুমাত্র একটি ডায়েরি দুজনের সংযোগের সেতু হয়ে রয়েছে।

আত্মনির্ভরশীল মহিলা

অপরাজিতা একটি আত্মনির্ভরশীল মহিলা। কর্পোরেট কোম্পানির কর্মী। তার বয়ফ্রেন্ডও রয়েছে-নাম সাহেব।

সাহেবের সঙ্গে সহজ

সাহেবের সঙ্গে অপরাজিতা তাঁর রাগ-দুঃখ-অভিমান দেখাতে পারে।

বহিঃপ্রকাশ

এই সম্পর্ক অপরাজিতার বহিঃপ্রকাশের জায়গা।

দিদি বিদেশে

অপরাজিতার দিদি আমেরিকায় থাকে। সাহেব কিংবা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক মেরামত করতে পারে না।

তাদের পারিবারিক চিকিৎসকও এই প্রজন্মের সঙ্গে সামাজিক ও পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরেন।

পরিণতি

গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে . ...শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি।

'অপরাজিতা' তুহিনা

অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস। তার বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়