বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার

ব্যাট বলে একাই যে কোনও ম্যাচের রঙ বদলে ফেলতে পারেন শাকিব

ব্যাটার হার্দিক পাণ্ড্যর ম্যাচ একপেশে করে দেওয়ার দক্ষতা সবাই জানে

তবে হালে আবারও বোলিং শুরু করে নিয়মিত উইকেটও নিচ্ছেন হার্দিক, তাই তাঁর দিকে নজর থাকবে

মতান্তরে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বসেরা বোলার রশিদ খান

তবে তিনি যে ব্যাট হাতেও কতটা পটু, তা আইপিএল দেখা প্রত্যেক দর্শকই জানেন

রশিদের মতো শাদাব খানও লেগ স্পিন বোলিং করেন

তবে শুধুমাত্র ব্যাটার হিসাবেও দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা রয়েছে পাকিস্তানের শাদাবের মধ্যে

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই অসাধারণ রবীন্দ্র জাডেজাকে এড়ানো যায় না

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড খুব ভাল না হলেও, জাড্ডুর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকতেই পারে না