১৬০.৪ কিমি বেগে সর্বকালের অন্যতম দ্রুততম বলটি করেছেন মিচেল স্টার্ক

নিরন্তর ১৪৫-র অধিক গতিতে বল করার ক্ষমতা রয়েছে স্টার্কের

আইপিএলে ১৫৬.২২ কিমিতে বল করার কৃতিত্ব রয়েছে এনরিক নোখিয়ার দখলে

১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে অভ্যস্ত নোখিয়া টুর্নামেন্টের দ্রুততম বলটি করতেই পারেন

চোটের জেরে অনেকদিন পর সদ্য ফিরলেও মার্ক উডের গতি এতটুকু কমেনি

সম্প্রতি পাকিস্তান সিরিজেই তিনি ১৫৬ কিমির অধিক গতিতে বল করেছেন

একই সিরিজে ১৫৬ কিমির গতিতে বল করার কৃতিত্ব হ্যারিস রউফেরও রয়েছে

তিনি অনায়াসেই বিশ্বকাপের দ্রুততম বলটি করতে পারেন

এবারের আইপিএলে ১৫৭.৩ কিমি বেগে দ্রুততম বলটি করেছিলেন লকি ফার্গুসনই

বিশ্বকাপেও ফার্গুসনের আগুনে বোলিং সকলকে ছাপিয়ে যেতেই পারে