অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার শাকিব আল হাসানকে নিতে পারে কেকেআর

ফর্মে রয়েছেন, নাইটদের হয়ে আগেও খেলেছেন, ইডেনের পিচে কার্যকরী

ওপেনিংয়ে ময়ঙ্ক একজন দুর্দান্ত পছন্দ হতে পারে নাইট শিবিরে

দ্রুত রান তোলার ক্ষমতাও তাঁকে এগিয়ে রাখবে নিলামে

ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে এন জগদীশান রয়েছেন তালিকায়

গুরবাজের বিকল্প হতে পারেন, জগদীশান বিজয় হাজারে ট্রফিতে ভাল খেলেছিলেন

কে এস ভরতও উইকেট কিপার ব্য়াটার হিসেবে আসতে পারেন নাইট শিবিরে

রাসেলের সমকক্ষ হার্ডহিটিং অলরাউন্ডার হিসেবে ড্যারেল মিচেলকে নিতে পারে কেকেআর

ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন কিউয়ি অলরাউন্ডার