অনেকেই রোগা হওয়ার চেষ্টা করেন।

ওজন হ্রাস

মিষ্টিতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ওজন বৃদ্ধি

ফল ডায়েট চার্টে রাখতে পারেন।

ডায়েট চার্ট

প্রোটিন, খনিজ সহ ভিটামিন থাকে ফলে।

শরীরে পুষ্টি

ফাইবার ওজন কমাতেও সাহায্য করে।

ফলে থাকে ফাইবার

দিন শুরু করতে পারেন কমলালেবু খেয়ে।

কমলালেবু

কমলালেবুতে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার।

কমলালেবু

মিষ্টির বদলে কলা খেতে পারেন রোজ।

কলা

বাদামের মাখনের সঙ্গে কলা খাওয়া যেতে পারে।

বাদামের মাখন

ওজন কমানোর জন্য পেয়ারার বিকল্প নেই।

পেয়ারা