বুধবার গণপতিকে উৎসর্গ করা হয় ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন শ্রী গণেশকে সমস্ত দেবতার মধ্যে প্রথম পূজিত বলে মনে করা হয় দূর্বা অর্থাৎ সবুজ ঘাস গণেশের খুব প্রিয় বুধবার গণপতি বাপ্পার পায়ে ২১টি দূর্বা ঘাস অর্পণ করুন বুধবার ভগবান গণেশের মন্দিরে গিয়ে সবুজ জিনিস দান করুন বুধবার গণেশজিকে জাফরান সিঁদুর নিবেদন করতে হবে বুধবার এক মুঠো সবুজ মুগ নিন এই প্রতিকার করলে গণপতির আশীর্বাদ পাওয়া যায় প্রতি বুধবার গণেশকে মোদক অর্পণ করুন এতে জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে