এবার শনি ও রবিবার দুই দিনই সংক্রান্তির তিথি দু দিনই সাগরে পুণ্যস্নান করতে পারবেন পুণার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেছেন পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছেন ভক্তকূল সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে গঙ্গাসাগরেই এবার পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ ২ দিন, দুই সময়ে জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও মেলাপ্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি, মেলার মেগা কন্ট্রোল রুম ঘুরে দেখেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা