শনির রোষ কিন্তু ভয়ানক। বিপদ কাটাতে কয়েকটি উপায় অবলম্বন করুন।



শনিদেবের পাশাপাশি শিবেরও পুজো করা উচিত। এতে জীবনে অশুভ প্রভাব কমতে থাকে। 







অভাবী মানুষকে দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়



এই দিনে কাপড়, জুতা-চপ্পল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি দান করুন।



অভাবী লোকদের দান করলে শনি দোষের হ্রাস হয়।



শনিদেব ছাড়াও শনিবার হনুমানজি ও ভগবান নরসিংহের পূজা করার রীতি রয়েছে।



শনিবার তেল দিয়ে হনুমানজি ও শনিদেবের বিশেষ অভিষেক করা উচিত।



ভগবান নরসিংহের বিশেষ পূজার পর ব্রাহ্মণদের তিলের তৈরি খাবার দিতে হবে।



শনিবার কোনও অভাবী ব্যক্তিকে অপমান করা চলবে না।