শহরাঞ্চলে বেকারত্বের সমস্যা কাটাতে সরকার সেখানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম আনার জন্য বাজেটে ঘোষণা করতে পারে।
১ ফেব্রুয়ারি, ২০২২-এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তখনই এই ব্যাপারে ঘোষণা করতে পারেন।
অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংগঠন (বিএমএস) শহরাঞ্চলের জন্য এই ধরনের প্রকল্প আনার দাবি জানিয়েছিল।
এর আগে, শ্রম মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটিও শহরাঞ্চলের জন্য Urban National Job Guarantee Scheme আনার জন্য সরকারকে সুপারিশ করেছিল।
সংসদীয় কমিটি বলেছে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের কাজ হারানো, বেকারত্ব, ঋণের ফাঁদ, ক্ষুধা, শিক্ষা ও স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। এতে অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে।
ইউপিএ সরকার ২০০৮ সালে গ্রামীণ এলাকায় দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্প নিয়ে এসেছিল। যেখানে বছরে ১০০ দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হয়।