শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

শহরাঞ্চলে বেকারত্বের সমস্যা কাটাতে সরকার সেখানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম আনার জন্য বাজেটে ঘোষণা করতে পারে।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

১ ফেব্রুয়ারি, ২০২২-এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তখনই এই ব্যাপারে ঘোষণা করতে পারেন।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ? শহরাঞ্চলের জন্য MGNREGS-এর মতো একটি প্রকল্প ঘোষণার সম্ভাবনা বেড়েছে কারণ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ই-শ্রম পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সরকার শহরাঞ্চলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের MGNREGS-র অধীনে কর্মসংস্থান দিতে পারে।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ? শহরাঞ্চলে এই প্রকল্প আনার উদ্দেশ্য হল, করোনা অতিমারীর কারণে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের আবার চাকরি দেওয়া।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ? সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-র তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে বেকারত্বের হার ৮.২১ শতাংশে পৌঁছেছে।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংগঠন (বিএমএস) শহরাঞ্চলের জন্য এই ধরনের প্রকল্প আনার দাবি জানিয়েছিল।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ? করোনার তৃতীয় তরঙ্গ ঠেকাতে রাজ্যগুলিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, অনেক জায়গায় সপ্তাহান্তে কারফিউ রয়েছে। যে কারণে শহরাঞ্চলে অনেককে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই কারণে শহরাঞ্চলের জন্য MGNREGS-এর মতো একটি প্রকল্প ঘোষণা করা যেতে পারে।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

এর আগে, শ্রম মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটিও শহরাঞ্চলের জন্য Urban National Job Guarantee Scheme আনার জন্য সরকারকে সুপারিশ করেছিল।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

সংসদীয় কমিটি বলেছে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের কাজ হারানো, বেকারত্ব, ঋণের ফাঁদ, ক্ষুধা, শিক্ষা ও স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। এতে অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে।

শহরাঞ্চলে কর্মসংস্থান দাওয়াই ?

ইউপিএ সরকার ২০০৮ সালে গ্রামীণ এলাকায় দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্প নিয়ে এসেছিল। যেখানে বছরে ১০০ দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হয়।