পেঁপে হজমে সাহায্য করে
ভিটামিন ও খনিজের পাওয়ার হাউস বলা হয় পেঁপেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হার্টের স্বাস্থ্য ভাল রাখে
ওজন কমানোর ক্ষেত্রে লো-ক্যালরির এই ফল সহায়ক
কাঁচা পেঁপের রস বা পাকা পেঁপের কোমল মণ্ড চামড়ায় ঘষলে তামাটে ভাব কেটে যায়
দৃষ্টিশক্তি বাড়ায়
পেঁপের মণ্ড,আধ কাপ বেসন, তিন চামচ টকদই ও কয়েক ফোঁটা গোলাপ জল এবং একটি লেবুর রস মিশিয়ে তা মুখে ও ঘাড়ে মাখুন। ২০ মিনিট রাখুন। পরে ঠান্ডা জলে ধুয়ে নিলে চামড়া মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে
অনিয়মিত পিরিয়ডের মোকাবিলায় সাহায্য করে