শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা? কোনটা খাবেন?

উপকারে এগিয়ে কাঁচালঙ্কা

কাঁচা লঙ্কা মুখে পড়লে ঝাল যেমন লাগে

তেমন স্বাদও বৃদ্ধি পায় অনেকটা

কাঁচালঙ্কা ভিটামিন-সি সমৃদ্ধ

এছাড়া অ্যান্টি অক্সিড্য়ান্ট থাকে

কাঁচালঙ্কা শরীরকে জ্বর,সর্দি কাশি ইত্যাদি থেকে বাঁচায়

কাঁচা লঙ্কা রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে

স্নায়ু রোগ সারাতে সাহায্য করে

মস্তিষ্কে সুখী হরমোন এনডরফিন নিঃসৃত হয়

কাঁচালঙ্কা ত্বকের জন্যও ভাল

মুখে বলিরেখা পড়তে দেয় না।

খাবার হজমে মহৌষোধির মতো কাজ করে কাঁচালঙ্কা