ফুসফুসে ক্যানসারে আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে

এমনটাই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

প্রতিবছর প্রায় ২ মিলিয়ন মানুষ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন

আচমকা যদি অনেকটা ওজন কমে যায়

দু সপ্তাহেরও বেশি সময় যদি কাশির সমস্যা থাকে

তাহলে তা চিন্তার কারণ

শ্বাস নিতে যদি কষ্ট হয়

তাহলে তা ফুলফুসের ক্যানসারের লক্ষণ

হাঁচতে গেলে, কাশতে গেলে কিংবা কথা বলার সময়

বুক, ঘাড়, বগলের কাছে ব্যথা অনুভব হলে

তা ফুসফুসে ক্যানসারের লক্ষণ

বেশ কিছুদিন ধরে যদি ক্লান্তিতে ভোগেন

তাহলে পরামর্শ নিন চিকিৎসকের

বিশেষজ্ঞদের মতে,

জ্বরের সমস্যাও ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ

চলছে ফুসফুস ক্যানসার সচেতনতা মাস

জেনে নেওয়া জরুরি এর লক্ষণগুলি