ফিরে এসেছে জোকার ম্যালওয়্যার
ট্যুইট করে জানিয়েছেন Kaspersky-র অ্যানালিস্ট তাতইয়ানা শিশকোভা
কিন্তু, কী এই জোকার ম্যালওয়্যার ? যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে
গুগল প্লে স্টোরে থাকা একাধিক অ্যাপ্লিকেশনে রয়েছে জোকার ম্যালওয়্যার
যখনই কেউ জোকারে আক্রান্ত কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার
স্মার্টফোনের এসএমএস থেকে ওটিপি-ও হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার
এর মাধ্যমে অনলাইন পেমেন্টের অনুমোদন দেওয়া যাবে। পরে এই ওটিপি মুছে দেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার
এমনকী ব্যাঙ্কের তরফ থেকে যে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে, সেটাও গ্রাহকের কাছে গোপন রেখে দিতে পারে
এটি সফলভাবে ইউজারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। এ সম্বন্ধে কোনও হদিসই ইউজার পাবেন না
তাই ফোন থেকে জোকার ম্যালওয়্যার থাকা অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে ফেলুন