জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

ফিরে এসেছে জোকার ম্যালওয়্যার

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

ট্যুইট করে জানিয়েছেন Kaspersky-র অ্যানালিস্ট তাতইয়ানা শিশকোভা

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

কিন্তু, কী এই জোকার ম্যালওয়্যার ? যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

গুগল প্লে স্টোরে থাকা একাধিক অ্যাপ্লিকেশনে রয়েছে জোকার ম্যালওয়্যার

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

যখনই কেউ জোকারে আক্রান্ত কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

স্মার্টফোনের এসএমএস থেকে ওটিপি-ও হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

এর মাধ্যমে অনলাইন পেমেন্টের অনুমোদন দেওয়া যাবে। পরে এই ওটিপি মুছে দেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

এমনকী ব্যাঙ্কের তরফ থেকে যে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে, সেটাও গ্রাহকের কাছে গোপন রেখে দিতে পারে

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

এটি সফলভাবে ইউজারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। এ সম্বন্ধে কোনও হদিসই ইউজার পাবেন না

জোকারের প্রত্যাবর্তন, সাবধান !

তাই ফোন থেকে জোকার ম্যালওয়্যার থাকা অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে ফেলুন