ইব্রাহিম জ়াদরানের শতরানে ভর করে আফগানিস্তান প্রথমে ২৯১ রান তোলে জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম দুই ধাক্কা নবীন, ফেরান হেড ও মার্শকে পরপর বলে ওমরজ়াই ওয়ার্নার এবং ইংলিশকে আউট করেন মিডল অর্ডার ধসে ৯১/৭ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া এরপরেই শুরু হয় ম্যাক্সওয়েলের অবিস্মরণীয় ২০১ রানের ইনিংস ক্র্যাম্প, অসহ্য গরম সহ্য করেই দলকে জেতান, গড়েন ইতিহাসও রান তাড়া করতে নেমে ম্যাক্সওয়েলের ২০১ ওয়ান ডেতে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রান ওপেনার নন, এমন প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকান তিনি অস্ট্রেলিয়ান কোনও ব্যাটারের এটাই প্রথম ওয়ান ডে দ্বিশতরান ছয় বা তাঁর নীচে নামা কোনও ব্যাটারের এটাই সর্বাধিক রান, ম্যাক্সওয়েল কপিল দেবের ১৭৫ রানের ইনিংসকে টপকান ১২৮ বলে ওয়ান ডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম এবং বিশ্বকাপে দ্রুততম দ্বিশতরান হাঁকান ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল এবং কামিন্সের ২০২ রানের পার্টনারশিপ অষ্টম উইকেটে ওয়ান ডে ইতিহাসে সর্বোচ্চ ওয়াংখেড়ের মাঠে সর্বাধিক ২৯২ রান তাড়া করে জেতে অস্ট্রেলিয়া, বিশ্বকাপেও এটি অজ়িদের সফলতম চেজ়