শুভ অনুষ্ঠান হোক বা বিনিয়োগ, সোনার মতো ভরসার জায়গা খুব কমই রয়েছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর।

দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।

প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি

২৪ অগাস্ট, ২০২৩-বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ৫৮৬৪ টাকা।

এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৬৫ টাকা।

এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৩৬ টাকা।

২৪ অগাস্ট, ২০২৩-বৃহস্পতিবার ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৬৮ টাকা

এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭৪,০৭৩ টাকা

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। ফলে ক্রেতাকে সেই দামের সঙ্গে জিএসটি যুক্ত করে তবেই কিনতে হবে।