দীর্ঘদিনের প্রেমিক সোহেল খাটুরিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানে। জয়পুরে বসেছিল জমাটি বিয়ের আসর। মঙ্গলবার বরের হাতে হাত রেখে মুম্বই ফিরলেন হংসিকা। পরনে গোলাপী চুড়িদার। হাতে ভর্তি মেহেন্দি ও লাল চুড়ি। ক্যামেরাবন্দি অভিনেত্রী। তারকা দম্পতির ছবি তুলতে ভিড় জমে পাপারাৎজিদের। হেসে পোজ দেন নব দম্পতি। আজই সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন হংসিকা। বিয়ের দিনে ট্রেডিশনাল পোশাকে সেজেছিলেন হংসিকা। লাল লেহঙ্গায় অপরূপা তিনি। আইভরি শেরওয়ানিতে সেজেছিলেন বর। সূত্রের খবর, সিন্ধি প্রথা মেনে দম্পতি সাত পাকে বাঁধা পড়েছেন। নভেম্বরেই সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান অভিনেত্রী। আইফেল টাওয়ারের সামনে প্রেমিকের সিনেম্যাটিক প্রেম প্রস্তাবের ছবিও পোস্ট করেন।