ধর্মীয় বিশ্বাস অনুসারে, মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় ।



এই দিনে তাঁকে সম্পূর্ণ মনযোগ দিয়ে নিবেদন করা দরকার।



যে ভক্ত হনুমানজির আশীর্বাদপ্রাপ্ত হন, তাকে কোনএ কষ্ট বা সংকট স্পর্শ করতে পারে না।



আসুন জেনে নিই মঙ্গলবার কোন কোন উপায় অবলম্বন করলে উপকার পাবেন।



তুলসীর ১০৮ টি পাতা নিয়ে হলুদ চন্দন দিয়ে তাতে রাম লিখুন।



ঘুম থেকে উঠে স্নান করে তারপর হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন।



ফুলের মালা অর্পণ করুন এবং জুঁই তেলের প্রদীপ জ্বালান।



মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং সিঁদুর লাগান



পথে কোন ভিক্ষুক পেলে তাঁকে খাওয়াতে হবে।