আজ জন্মদিন টলিউড সুপারস্টার দেবের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর অভিনয় সফর 'অগ্নিশপথ' ছবি দিয়ে টলিউড জার্নি শুরু হয় দেবের। কিন্তু সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। এক বছর পর ফের পর্দায় ফেরেন দেব। মুক্তি পায় 'আই লভ ইউ' 'আই লভ ইউ'-এর জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায় পায়েলের পর জুটি বাঁধেন কোয়েলের সঙ্গে। মুক্তি পায় 'মন মানে না', 'প্রেমের কাহিনী' টলিউডে সে সময়ে দেব-শুভশ্রী জুটি জমজমাট হয়ে ওঠে। 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে' ব্যাপক সাফল্য পায় টলিউডের আর এক সুপারস্টার জিতের সঙ্গেও একই ছবিতে অভিনয় করেছেন দেব। মুক্তি পায় 'দুই পৃথিবী' মশালাদার ছবির সঙ্গে অন্য ধরনের ছবিতেও দেখা গিয়েছে দেবকে। 'চাঁদের পাহাড়', 'আরশিনগর', 'জুলফিকর'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন নিজেকে শুধুই অভিনেতা হিসেবে আটকে রাখেননি দেব। তাঁকে দেখা গিয়েছে প্রযোজকের ভূমিকাতেও সদ্যই মুক্তি পেয়েছে দেবের ছবি 'প্রজাপতি'। দর্শকদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পাচ্ছেন তিনি