আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দিয়া মির্জার। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল খেতাব জেতার পর বিনোদন জগতে আসেন দিয়া মির্জা বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয় 'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবি দিয়ে তবে, রুপোলি পর্দার জগতের আগেই তাঁর কেরিয়ার শুরু হয়ে যায়। এক মাল্টিমিডিয়া ফার্মে মার্কেটিং প্রফেশনাল হিসেবে কাজ শুরু করেন শুধু অভিনেত্রী হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে দিয়া মির্জাকে। একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি অভিনয়ের বাইরে গিয়ে আরও অনেক কাজ করেন দিয়া মির্জা। কবিতা লেখা, পড়া, ঘোড়ায় চড়া, ফোটোগ্রাফি এবং আরও অনেক কিছু কিন্তু তাঁর হবি কী? অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি রান্না করতে খুব ভালোবাসেন। খেতে ও খাওয়াতে তিনি পছন্দ করেন বিভিন্ন সময়ে তিনি জানিয়ে থাকেন যে, চকোলেট থেকে যেকোনও রকমের মিষ্টি, তাঁর অত্যন্ত পছন্দের দিনের শুরুটা তিনি করেন অন্যভাবে। খালি পায়ে মাটিতে হাঁটা থেকে ঘাসের উপর বসে প্রাণায়াম করা তাঁর প্রতিদিনের অভ্যাস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাঁর হাতে যদি ক্ষমতা থাকত, তাহলে তিনি এই বিশ্বকে প্লাস্টিক মুক্ত করতেন