আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য। বাবা-মায়ের নাম মিলিয়ে তাঁর নাম রাখা হয় রবিনা। অভিনেত্রীর ডাকনাম মুনমুন সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন রবিনা। তাঁর প্রথম ছবি ছিল 'পাত্থর কে ফুল' রবিনা ট্যান্ডন এবং অজয় দেবগন একই কলেজে পড়াশোনা করতেন। কিন্তু অজয় দেবগন তাঁকে চিনতে না পারায় তিনি দুঃখ পেয়েছিলেন অক্ষয় কুমার ছাড়াও বলিউড তারকা গোবিন্দার সঙ্গে বহু ছবিতে জুটি বেঁধেছেন রবিনা 'আঁখিও সে গোলি মারে', 'দুলহে রাজা'র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁদের চার সন্তানের মা রবিনা ট্যান্ডন। বিয়ে করেন ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়ী অনিল থাডানিকে বিয়ের আগেই দুই সন্তান দত্তক নেন রবিনা। সিঙ্গল মাদার হিসেবে তাঁর জার্নি সহজ ছিল না সে সময়ে ইতিমধ্যে ঠাকুমাও হয়ে গিয়েছেন রবিনা ট্যান্ডন। বড় মেয়ে ছায়া ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন শোনা যায়, ঋষি কপূরের প্রতি টান ছিল রবিনা ট্যান্ডনের। 'বম্বে ভেলভেট' ছবির প্রচারে এসে সেই প্রসঙ্গেও কথা বলেন রবিনা।