২০২০ সালে করোনাকালে নাতাশার সঙ্গে বিয়ে হয়েছিল হার্দিকের ভারতীয় শাস্ত্রবিধি মেনে আবারও উদয়পুরে সাতপাক ঘুরবেন দু'জনে মঙ্গলবারই দু'জনে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই উপলক্ষে রাজস্থানে উড়ে গেলেন স্ত্রী, পুত্রসহ হার্দিক, ক্রুণালরা বিয়েতে সম্ভবত উপস্থিত থাকবেন বিরুষ্কা বিমানবন্দরে ট্রাউজার, সাদা জুতোয় দেখা গেল বিরাটকে অনুষ্কার পরনে ছিল নীল প্যান্ট ও কাল রঙের হুডি মঙ্গলবার বিমানবন্দরে দেখা গেল নবদম্পতি রাহুল, আথিয়াকেও তাঁদেরও সম্ভাব্য গন্তব্য় রাজস্থানের উদয়পুর রাহুলের পরনে ধূসর রঙের প্যান্ট, জ্য়াকেট, স্ত্রী আথিয়ার পরনে ডেনিম প্যান্ট, জ্যাকেট