চলতি সপ্তাহেই কলকাতায় মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর 'হাওয়া'। আগামী ১৬ ডিসেম্বর, কলকাতা ও পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর, ভারতের বাকি অংশে মুক্তি পাবে 'হাওয়া'। ‘হাওয়া’-র প্রচারে আজ কলকাতায় হাজির হয়েছিলেন নাজিফা তুশি আর পরিচালক মেজবাউর রহমান সুমন ইতিমধ্যেই অস্কারের জন্য নির্বাচিত হয়েছে 'হাওয়া'। বাকি কলাকুশলীরা হাজির থাকলেও আসতে পারেননি চঞ্চল চৌধুরী 'হাওয়া', মিথ, ফ্যান্টাসি এবং রহস্য ঘরানার ছবি যা ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মুক্তির চার মাস পরেও 'হাওয়া' এখনও প্রেক্ষাগৃহে রয়েছে। ব্যবসাও করছে। সমালোচকদের দ্বারা বিপুল প্রশংসিত এই ছবি। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ও ইভেন্টে দেখানো হয়েছে এই ছবি। আগামী বছরের ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারে 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে মনোনীত হয়েছে।